নিচের অপশন গুলা দেখুন
- উপমিত কর্মধারয়
- উপমান কর্মধারয়
- সাধারণ কর্মধারায়
- রূপক কর্মধারয়
পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ হলে এবং সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে উপমান কর্মধারয় সমাস হয়।
যেমন-
- ভ্রমরকৃষ্ণ = ভ্রমরের ন্যায় কৃষ্ণ
এছাড়াও, তুষারশুভ্র, অরুণরাঙা, শশব্যস্ত, কাজলকালো, দুগ্ধধবল ইত্যাদি এই ধরনের সমাস নিষ্পন্ন শব্দ।
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)