সঠিক উত্তর হচ্ছে: International Development Association
ব্যাখ্যা: IDA(International Development Association) একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান যা দরিদ্র দেশগুলিকে ঋণের আকারে সহায়তা প্রদান করে। এটিকে বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হিসেবেও উল্লেখ করা হয়। IDA-এর মূল উদ্দেশ্য হল বিশ্বের দরিদ্রতম দেশগুলিকে অনুদান এবং রেয়াতি ঋণ প্রদান করা। [তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।