সঠিক উত্তর হচ্ছে: সমরেশ মজুমদার
ব্যাখ্যা: \'উত্তরাধিকার\', \'কালবেলা\', \'কালপুরুষ\' - ত্রয়ী উপন্যাসের রচয়িতা সমরেশ মজুমদার।
সমরেশ মজুমদার (জন্ম: ১০ মার্চ ১৯৪২):
- বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক।
- সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস “দৌড়” ছাপা হয়েছিলো দেশেই ১৯৭৫ সালে।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে
- সাতকাহন,
- তেরো পার্বণ,
- স্বপ্নের বাজার,
- উজান,
- গঙ্গা,
- ভিক্টোরিয়ার বাগান,
- আট কুঠুরি নয় দরজা,
- অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য।
- তার ট্রিলজি \'উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ\' বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।
আরও কিছু লেখকের ত্রয়ী উপন্যাস:
⇒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: \'আনন্দমঠ\', \'দেবী চৌধুরানী\' ও \'সীতারাম\'
⇒ নবীনচন্দ্র সেন: \'রৈবতক\', \'কুরুক্ষেত্র\' ও \'প্রভাস\'
⇒ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: \'পথের পাঁচালি;, \'অপরাজিত\' ও \'কাজল\'
⇒ মানিক বন্দ্যোপাধ্যায়: \'পুতুল নাচের ইতিকথা\', \'সহরবাসের ইতিকথা\' ও \'ইতিকথার পরের কথা\'
⇒ সুনীল গঙ্গোপাধ্যায় : \'সেই সময়\', \'প্রথম আলো\' ও \'পূর্ব-পশ্চিম\'
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।