সঠিক উত্তর হচ্ছে: জবাবদিহিতার অভাব
ব্যাখ্যা: সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। সুশাসন হচ্ছে অংশগ্রহণমূলক,স্বচ্ছ,দায়িত্বশীল ও ন্যায় সঙ্গত ব্যবস্থা যা আইনের শাসনকে নিশ্চিত করে। জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা , বাক স্বাধীনতা , বিচার বিভাগের স্বাধীনতা , আইনের অনুশাসন প্রভৃতি ছাড়া একটি দেশের সুশাসন ভাবা যায় না। তাই এগুলোর অনুপস্থিতি সুশাসন প্রতিষ্ঠায় বাধা দেয়