সঠিক উত্তর হচ্ছে: কর্মব্যস্ত থাকা
ব্যাখ্যা: হাত শব্দ যুক্ত কিছু বাগধারা ও তাদের অর্থঃ\nহাতজোড় করা - অনুনয় করা\nহাতজোড়া থাকা - কাজে ব্যস্ত থাকা\nহাত খোলা - খরচের বিষয়ে উদার; উপুরহস্ত\nহাত গুটানো - নিরস্ত হওয়া\nহাত গোনা - ভাগ্যবিচার করা ইত্যাদি\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, ড. হায়াৎ মামুদ]