সঠিক উত্তর হচ্ছে: ডাল-ভাত
ব্যাখ্যা: কোন শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। \nযুগ্মরীতি বা দ্বিরুক্ত শব্দে ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ ঃ ডাল ভাত,তালাচাবি,পথ ঘাট,অলি গলি।\nবন জঙ্গল ও জন্ম মৃত্যু যথাক্রমে সমার্থক ও বিপরীতার্থক শব্দযোগে গঠিত।