উত্তরবঙ্গের প্রবেশ দ্বার অবশ্যই সিরাজগঞ্জ।
বগুড়া সিরাজগঞ্জ এর উত্তরে অবস্থিত। এছাড়া রাজধানী ঢাকা থেকে আপনি যদি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা যেতে চান তাহলে বগুড়া দিয়ে কিভাবে প্রবেশ করবেন? অথচ উত্তর বঙ্গের সবগুলো জেলাতে আপনি সিরাজগঞ্জ দিয়ে যেতে পারবেন।
এছাড়াও আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন ,রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব ১৪২ কিমি। এর ভৌগোলিক অবস্থান ২৪°২২' ও ২৪°৩৭' উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৬' ও ৮৯°৪৭' পূর্ব দ্রাঘিমা এর মধ্যে সিরাজগঞ্জের অবস্থান। এ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। এ জেলার আয়তন ২৪৯৭.৯২ ব: কি.মি.। সুতরাং কোনোভাবেই বগুড়া উত্তরবঙ্গের প্রবেশ দ্বার হতে পারে না।