সঠিক উত্তর হচ্ছে: এক + ছত্র
ব্যাখ্যা: সন্ধি বিচ্ছেদঃ
\nস্বরধ্বনি + ব্যাঞ্জনধ্বনি
\nস্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যাঞ্জনধ্বনিটি দ্বিত্ব হয়। যেসন: এক + ছত্র = একচ্ছত্র (অ+ছ = চ্ছ)।\nব্যাঞ্জনধ্বনি + ব্যাঞ্জনধ্বনি
\nত্ ও দ্ – এর পর চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্ এর স্থানে চ্ হয়। যেমন: সৎ + চিন্তা = সচ্চিন্তা (ত্ + চ = চ্চ), উৎ + ছেদ = উচ্ছেদ (ত+ছ=চ্ছ)।
\nত্ ও দ্ – এর পর জ্ ও ঝ থাকলে ত্ ও দ্ এর স্থানে জ্ হয়। যেমন: সৎ + জন = সজ্জন (ত্ + জ্ = জ্জ), কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা (ত+ঝ=জ্ঝ)।