সঠিক উত্তর হচ্ছে: আইনের শাসন
ব্যাখ্যা: সুশাসন একটি বহুমাত্রিক ধারণা। সুশাসনের অর্থ হলো যথার্থরূপে শাসন বা ভালোভাবে শাসন।সুশাসনের পূর্বশর্ত হলো আইনের শাসন। আইনের শাসন না থাকলে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। [তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক]