১৯৯৪ সালের ৬ এপ্রিল আফ্রিকার দেশ রুয়ান্ডায় হুতু সম্প্রদায় তুতসি জনগোষ্ঠীকে নিধন করতে শুরু করে। ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যা একটি নির্মম, রক্তক্ষয়ী হত্যাকাণ্ড, যার ফলে আনুমানিক ৮০০,০০০ টুটসি এবং কিছু হুতু সহানুভূতিশীল নাগরিক মারা গিয়েছিল।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।