সঠিক উত্তর হচ্ছে: বৃহস্পতি
ব্যাখ্যা: সৌরজগতে সর্বমোট আটটি গ্রহ রয়েছে যাদের একটি নক্ষত্র রয়েছে সূর্য।\nসূর্য হতে দূরত্বের ক্রমানুসারে এদের অবস্থান যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।\nমঙ্গলের পর তাই বৃহস্পতির অবস্থান হবে।