সঠিক উত্তর হচ্ছে: পঙ্কজ
ব্যাখ্যা: যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন -\n\nপঙ্কজ ---- পঙ্কে জন্মে যা .------পদ্মফুল\n\nরাজপুত ---- রাজার পুত্র ---- একটি জাতি বিশেষ, ভারতের একটি জাতি\n\nমহাযাত্রা ---- মহাসমারোহে যাত্রা ---- মৃত্যু\n\nজলধি ---- জল ধারণ করে যা/ এমন ---- সাগর