সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৪
ব্যাখ্যা: জাতিসংঘ আন্তর্জাতিক সমুদ্র আইন ১৯৮২ সালে স্বাক্ষরিত হয় এবং ১৬ নভেম্বর, ১৯৯৪ সালে কার্যকর হয়। এই আইন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রাখা হতে ৩৫০ নটিকেল মাইল। তাছাড়া রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিকেল মাইল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ২০০ নটিকেল মাইল। [তথ্যসূত্রঃ un.org]