সঠিক উত্তর হচ্ছে: ২১ জন
ব্যাখ্যা: জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।\n– পুরুষ-মহিলার অনুপাত- ১০০.২ঃ১০০।\n– জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমি— ১,১২৫ জন।\n– স্থূল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) জন্ম ১৮.১ জন ও মৃত্যু ৪.৯ জন।\n– শিশু মৃত্যুহার (এক বছরের কমবয়সী প্রতি হাজার জীবিত জন্মে)– ২১ জন।