সঠিক উত্তর হচ্ছে: সাবিরিদ খান
ব্যাখ্যা:
\'চন্দ্রাবতী\' কাব্যটি কোরেশী মাগন ঠাকুরের রচনা।
আবদুল হাকিম রচনা করেন, লালমতী সয়ফলমুলুক কাব্যগ্রন্থটি।
মুহম্মদ মুকীম রচিত কাব্যগ্রন্থ \'মৃগাবতী\'।
সাবিরিদ খান রচনা করেন \'বিদ্যাসুন্দর\' কাব্যগ্রন্থটি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।