সঠিক উত্তর হচ্ছে: পারফ্লুরোকার্বনস
ব্যাখ্যা: ওজোনস্তর পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি আবরণ যা প্রাণীকুলকে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে।বায়ুমণ্ডলে উৎপন্ন ক্লোরোফ্লুরোকার্বনস, ব্রোমিন, ক্লোরিন, মিথেন, মিথাইল ক্লোরাইড প্রভৃতি গ্যাস ওজোনস্তরে ক্ষয় সাধনের জন্যে দায়ী।অন্যদিকে, হাইড্রোফ্লুরোকার্বনস, সালফার হেক্সাফ্লুরাইড এবং পারফ্লুরোকার্বনস গ্যাসসমূহ গ্রিনহাউজ গ্যাস হিসেবে বিবেচিত হলেও ওজোনস্তরের ক্ষয়ের জন্যে দায়ী নয়।[তথ্যসূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]