সঠিক উত্তর হচ্ছে: গবেষণা
ব্যাখ্যা: যে সব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ না বুঝিয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন- গবেষণা (অর্থ- গরু খোজা); গভীরতম অর্থ— ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
এরূপ- বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ