সঠিক উত্তর হচ্ছে: 700 : 1
ব্যাখ্যা: লোহিত রক্ত কণিকা
\n? মানবদেহে পরিণত লোহিত কণিকা দ্বি-অবতল এবং চাকতি আকৃতির।
\n? লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় তৈরি হয় এবং বয়ঃপ্রাপ্ত হলে প্লীহায় সঞ্চিত হয়, পরিশেষে ধ্বংসপ্রাপ্ত হয়।
\n? নিউক্লিয়াস নেই, আয়ুষ্কাকাল ১২০ দিন।
\n? স্বাভাবিক মাত্রার চেয়ে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে গেলে তাকে অ্যানিমিয়া বলে।
\n? রক্তে লোহিত রক্ত কণিকা ও শ্বেত রক্ত কণিকার অনুপাত – ৭০০ : ১
\n? হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে রক্তের রঙ লাল হয়। জন্য এদেরকে Blood Cell বা RBC বলে।
\n? কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে। আরশোলার রক্তে হিমোগ্লোবিন না থাকায় আরশোলার রক্ত সাদা।