সঠিক উত্তর হচ্ছে: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের
ব্যাখ্যা: সিপাহী হামিদুর রহমান ২৮ অক্টোবর অসীম সাহসিকতার সহিত যুদ্ধরত অবস্থায় শত্রূর গুলির আঘাতে মৃত্যুর কোলে ঝরে পড়েন। সহযোগী মুক্তিযোদ্ধারা হামিদুর রহমানের লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে প্রায় ২৫/৩০ কিলোমিটার অভ্যন্তরে ত্রিপুরার আমবাসায় নিয়ে তাকে দাফন করেছিলেন। \nভারত সরকারের সাথে বাংলাদেশ সরকার বিশেষ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দীর্ঘ যোগাযোগের পর হামিদুর রহমানের মরদেহ দেশে আনা হয়। সরকারি উদ্যোগে কুমিল্লা সীমান্ত দিয়ে তার মরদেহ দেশে এনে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।