সঠিক উত্তর হচ্ছে: দম্পতি
ব্যাখ্যা: ”জায়া ও পতি” সমাস করলে হয় দম্পতি।\n\nদম্পতি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আবার যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয় তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। সুতরাং এটি একটি একশেষ দ্বন্দ্ব সমাস।