উপনদী: কোন ক্ষুদ্র জলধারা অপেক্ষাকৃত বৃহৎ জলধারা বা নদীর সাথে মিলিত হলে তাকে উপনদী বলে। মহানন্দা পদ্মার একটি উপনদী। শাখানদী: কোন বৃহৎ নদী হতে কোন জলধারা বা নদীর বের হয়ে অন্য কোন নদী বা সাগর বা হ্রদে পতীত হলে তাকে শাখা নদী বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।