সঠিক উত্তর হচ্ছে: দশম ভাগ
ব্যাখ্যা: সংবিধানের দশম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন বিষয়ে বর্ণনা করা হয়েছে।
এ বিধান মতে সংবিধান সংশোধনের জন্যে সংসদের ‘মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ’ সদস্যের সম্মতি প্রয়োজন এবং রাষ্ট্রপতিকে সংবিধান বিলে ৭দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়।
নবম ভাগে সরকারি কর্ম বিভাগ এবং নবম-ক ভাগে জরুরী বিধানাবলি বিবৃত করা হয়েছে। দশম-ক ভাগ বলে সংবিধানে কোন ভাগ নেই।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)