সঠিক উত্তর হচ্ছে: পথের দাবী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮ খ্রি) রচিত রাজনৈতিক উপন্যাস \' পথের দাবী\' বিপ্লববাদীদের প্রতি রাজনৈতিক উপন্যাস \' পথের দাবী\' বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয় ।তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- পরিণীতা (১৯১৪), বিরাজ বৌ (১৯১৪) ,বৈকুণ্ঠের উইল (১৯১৬) ,দেবদাস (১৯১৭) চরিত্রহীন (১৯১৭) , শ্রীকান্ত (১ম পর্ব-১৯৩৩) ,দত্তা (১৯১৮) , গৃহদাহ (১৯২০),দেনাপাওনা (১৯২৩) ,শেষ প্রশ্ন (১৯৩১) ,বিপ্রদাস (১৯৩৫) নিস্কৃতি ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]