বাইরের কোনো আওয়াজ ছাড়া কানের মধ্যে ভোঁ ভোঁ, শো শো, ঝিঁ ঝিঁ, খড় খড়, বেলের শব্দ ইত্যাদি অনবরত বা অনরগল করতে থাকে, তখন এ ধরণের সমস্যাকে বলা হয় টিনিটাস রোগ। টিনিটাস রোগটির উৎপত্তি হলো মস্তিষ্কের মধ্যে। মস্তিষ্কের শব্দতরঙ্গ কোনো নার্ভের সমস্যা হলে টিনিটাস রোগ হয়।