যকৃৎ মানবদেহের রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এতে অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপাদিত হয়। এমনকি বিভিন্ন জৈব-রাসায়নিক উপায়ে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থেরও সৃষ্টি হয়। ধ্বংসপ্রাপ্ত লোহিত রক্তকণিকা যকৃতে বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভারডিন নামক রেচন পদার্থ উৎপন্ন করে। কিছু পরিমাণ কোলেস্টেরলও রেচিত হয়।