রেন্মিন্বি (সংক্ষেপ: আরএমবি; সরলীকৃত চীনা: 人民币; প্রথাগত চীনা: 人民幣; pinyin: rénmínbì; literally: 'people's currency"; sign: 元/¥; কোড: CNY) হচ্ছে গণচীনের সরকারী মুদ্রা। ইয়ান (চীনা: 元) হচ্ছে রেন্মিন্বির মৌলিক একক, তবে সাধারণত চীনা মুদ্রা নির্দেশেও এটি ব্যবহৃত হয়। বিশেষত আন্তর্জাতিক পর্যায়ে রেন্মিন্বি বুঝাতে "চীনা ইউয়ান" ব্যাপকভাবে ব্যবহৃত হয়।