সঠিক উত্তর হচ্ছে: প্যারিস শান্তি চুক্তি
ব্যাখ্যা: ১ম ভার্সাই/ প্যারিস চুক্তি মূলত আমেরিকার স্বাধীনতার সাথে সম্পৃক্ত। কারণ এই চুক্তির মাধ্যমে ব্রিটেন আমেরিকার স্বাধীনতা মেনে নেয়।\nআমেরিকার সাথে ৩ টি দেশ (ফ্রান্স, স্পেন এবং নেদারল্যান্ডস) যুদ্ধে যোগ দেয় ফলে ব্রিটেন এই ৪ টি দেশের সাথে (আমেরিকা, ফ্রান্স, স্পেন এবং নেদারল্যান্ডস) পৃথকভাবে ৪ টি চুক্তি স্বাক্ষর করে৷ এই চুক্তিগুলোকে একত্রে Peace of Paris বলা হয়; যার মাধ্যমে ব্রিটেন আমেরিকার স্বাধীনতা মেনে নেয়।