সঠিক উত্তর হচ্ছে: দ্বিগু সমাস
ব্যাখ্যা: যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বােঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে ‘দ্বিগু\' সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন : নব রত্নের সমাহার= নবরত্ন, শতবর্ষের সমাহার = শতবার্ষিকী, সপ্ত অহের সমাহার = সপ্তাহ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।