যদি আযানের কোন বাক্য ভুলক্রমে ছুটে যায় ও আযানের ভিতর স্মরণ হয়, তাহলে যে বাক্য ছুটে গেছে সেই বাক্য ও তার পরবর্তী সকল বাক্য পুনরায় বলবে। তদ্রুপ যদি আযান শেষ হওয়া মাত্র স্মরণ হয়,তাহলেও ছুটে যাওয়া বাক্যসহ শেষ পর্যন্তের বাক্যগুলাে পুনরায় বলতে হবে। কিন্তু যদি আযান শেষ করার পর অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর স্মরণ হয়, তাহলে আর দ্বিতীয়বার আযান দিতে হবে না।
হ্যাঁ, যদি অল্প সময় পর স্মরণ হয় তাহলে দ্বিতীয়বার আযান দিবে।
তবে শুধু : আসসালাতু খাইরুম মিনান নাউম ছুটে গেলে দ্বিতীয়বার আযান দেয়া জরুরী নয়