হাঁচি যেহেতু আল্লাহতায়ালার পক্ষ থেকে রহমতস্বরূপ, সেজন্য হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। ইসলামের বিধান হলো- হাঁচিদাতা হাঁচি দেওয়ার পর পড়বে আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি শুনবে সে পড়বে 'ইয়ারহামুকাল্লাহ।