সঠিক উত্তর হচ্ছে: 17 জানুয়ারি, 1972
ব্যাখ্যা: ? মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পাতাকার ডিজাইনার ছিলেন- শিব নারায়ণ দাশ। \r\n\r\n? পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে এম হোসেন আলী বাংলাদেশের জাতীয় পতাাকা উত্তোলন করেন- 18 এপ্রিল, 1971 খ্রিস্টাব্দে। \r\n\r\n? বাংলাদেশের জাতীয় পতাকা বিধি প্রণীত হয়- 1972 সালে। \r\n\r\n? বাংলাদেশের জাতীয় পতাকাটির বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়- 17 জানুয়ারি, 1972 খ্রিস্টাব্দে।