1 উত্তর
ট্রাকিয়া (Trachea) বা শ্বাসনালি
ট্রাকিয়ার ভেতরে কাইটিন নির্মিত ইন্টিমা আংটির মতাে বলয় গঠন করে। একে টিনিডিয়া (Ctenidia) বলে। টিনিডিয়াম থাকায় ট্রাকিয়ার গহ্বর চুপসে যায় না। দেহে ট্রাকিয়া জালিকার মতাে বিন্যস্ত থাকলেও এদের মধ্যে প্রধান কতকগুলাে নালি অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থভাবে বিন্যস্ত থাকে।