দেহগহ্বর রক্তপূর্ণ এবং সংবহনতন্ত্রের অংশ হিসেবে কাজ করে। এ ধরনের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। ভ্রূণীয় পেরিভিসেরাল সিলোম পরিবর্তিত হয়ে হিমোসিল গঠন করে। হিমোসিল ঘাসফড়িং-এর দেহের সকল অন্তঃঅঙ্গকে ধারণ করে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।