সঠিক উত্তর হচ্ছে: গিন্নী
ব্যাখ্যা: গৃহিনী>গিন্নী, কৃষ্ণ> কেষ্ট অর্ধ-তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্থ -তৎসম শব্দ। যেমন : জ্যোন্সা- জ্যোছনা শ্রাদ্ধ ছেরাদ্দ, গৃহিণী- গিন্নী,কৃষ্ণ- কেষ্ট, বৈষ্ণব- বোষ্টম ইত্যাদি। সুতরাং গিন্নী শব্দটিই সঠিক উত্তর।\n\n[তথ্যসূত্রঃ বাংলা একাডেমী]