সঠিক উত্তর হচ্ছে: অবতল দর্পণ
ব্যাখ্যা: অবতল দর্পণ (Concave Mirror):\nকোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ বলে। অবতল দর্পণের বৈশিষ্ট্য নিম্নরূপ : অবতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।\n নাক, কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়- অবতল দর্পণ।