সঠিক উত্তর হচ্ছে: কর্ণফুলী সার কো. লি.
ব্যাখ্যা: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো বাংলাদেশের একটি অন্যতম বড় ইউরিয়া সার কারখানা এবং স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় চলমান পিপিপি প্রজেক্ট এবং অন্যতম লাভজনক একটি প্রতিষ্ঠান । এই কারখানা যৌথভাবে বাংলাদেশ সরকারের এবং জাপান ,নেদারল্যান্ড ,ডেনমার্কের মালিকানায় একটি প্রজেক্ট যা ১৯৯৩ সাল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও বাণিজ্যিক ভাবে ১৯৯৫ সাল থেকে যা এখনো ভাল কর্মদক্ষতায় চলমান আছে।\nকাফকো প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে।\nকাফকো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলি নদী আর বংগোপসাগরের মোহনায় অবস্থিত ।\n[তথ্যসূত্রঃ দৈনিক নয়া দিগন্ত পত্রিকা]