সঠিক উত্তর হচ্ছে: গোবিন্দদাস
ব্যাখ্যা: - গোবিন্দদাস ছিলেন বৈষ্ণব পদকর্তা।
- তিনি \'দ্বিতীয় বিদ্যাপতি\' নামে খ্যাত।
- তাঁর কাব্যগুরু ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি৷
- তাঁর রচিত সংস্কৃত নাটকের নাম \'সংগীতমাধব\'৷
- গোবিন্দদাস বিখ্যাত বৈষ্ণব ধর্মগুরু শ্রীনিবাস আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।
- শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে \'কবিরাজ\' উপাধি প্রদান করেন।
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]