ব্রাউনীয় গতির জন্য কলয়েড কণাগুলো চর্তুদিকে অনিয়মিতভাবে ছোটাছুটি করে, ফলে এর উপর অভিকর্ষজ বল কার্যকর হয় না। তাই অভিকর্ষজ বলের প্রভাবে কণাগুলো অধঃক্ষিপ্ত হয় না,বরং অভিকর্ষজ বলের প্রভাব মুক্ত থাকে অর্থাৎ কণাগুলো জমাট বেঁধে নষ্ট হয় না বলে কলয়েড স্থিতিশীল হয়।