সঠিক উত্তর হচ্ছে: বাগধারার শব্দ পরিবর্তন জনিত
ব্যাখ্যা: বাগধারা ভাষাবিশেষের ঐতিহ্য৷ এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন- উপরের বাক্যে \'ঘাটের মড়া\' (অর্থ- মৃত্যু আসন্ন যার/অকর্মণ্য বৃদ্ধ) এর পরিবর্তে \'পুকুরের মড়া\' ব্যবহার করাতে বাগধারাটি তার যোগ্যতা হারিয়েছে।
সঠিক বাক্যটি হবে - \'ওই ঘাটের মড়ার সাথে শেষ পর্যন্ত মেয়ের বিয়ে ঠিক করলে!\'
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।