সঠিক উত্তর হচ্ছে: ইরাক
ব্যাখ্যা: তানজিম আল জিহাদ হলো ইরাকি আল কায়েদার একটি শাখা। ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন। এটি জাতিসংঘের কালো তালিকাভুক্ত।[Source - জাতিসংঘ ওয়েবসাইট]