সঠিক উত্তর হচ্ছে: রত্ন + আকর
ব্যাখ্যা: এটি একটি স্বরসন্ধির উদাহরণ। ‘অ-কার’ কিংবা ‘আ-কার’ এর পর ‘অ-কার’ কিংবা ‘আ-কার’ থাকলে উভয়ে মিলে ‘আ-কার’ হয় এবং ‘আ-কার’ পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন :
\n? নব + অন্ন = নবান্ন
\n? স্ব + অধীন = স্বাধীন
\n? হিম + অচল = হিমাচল
\n? রত্ন + আকর = রত্নাকর।
\n? [শর্টকাট : অ/আ + অ/আ = আ]