যে পদার্থসমূহ চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক বলে। যে কোন পদার্থ, যাদের পরমাণুতে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে; তারা প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। কারণ পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিনিং-এর ফলে ম্যাগনেটিক মােমেন্ট বা ভ্রামকের সৃষ্টি হয়