সঠিক উত্তর হচ্ছে: গল্পগ্রন্থ
ব্যাখ্যা: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থগুলো হলোঃ অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫), প্রাগৈতিহাসিক (১৯৩৭), মিহি ও মোটা কাহিনী (১৯৩৮), সরীসৃপ (১৯৩৯), বৌ (১৯৪৩), সমুদ্রের স্বাদ (১৯৪৩) ইত্যাদি। উল্লেখ্য, \'অতসী মামী ও অন্যান্য গল্প\' তাঁর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ