সঠিক উত্তর হচ্ছে: অংশুমালী
ব্যাখ্যা: সূর্য এর সমার্থক শব্দগুলো হলো- আদিত্য, রবি, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অংশুমালী, দিনমনি, অর্ক, প্রভাকর, বিভাবসু, মিহির, ময়ূখমালী ইত্যাদি। বিভাবরী, সুধাকর ও ময়ূখ এর সমার্থক শব্দ যথাক্রমে রাত্রি, চন্দ্র, কিরণ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]