সঠিক উত্তর হচ্ছে: পাট
ব্যাখ্যা: বাংলাদেশে পাট কে সোনালি আঁশ বলা হয়। এটি দেশের প্রধান অর্থকরী ফসল এবং এক সময় দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্য ছিলো। এজন্যে পাট কে সোনালি আঁশ নামে ডাকা হয়। বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয় (১৬ লক্ষ টন)। পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বিশ্বে প্রথম। (সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং গ্লোবাল ট্রেড)