সঠিক উত্তর হচ্ছে: বাগেরহাট
ব্যাখ্যা: মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সংক্ষেপে যেটি \'মংলা ইপিজেড\', বা, \'খুলনা ইপিজেড\' নামেও পরিচিত) বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যা বাংলাদেশের দক্ষিণের বিভাগ খুলনার অদূরে বাগেরহাট জেলার মংলায় অবস্থিত।\n\nএই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি ১৯৯৯ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।