সঠিক উত্তর হচ্ছে: ফারসি
ব্যাখ্যা: কিছু গুরুত্বপূর্ণ ফারসি শব্দ- আইন, আজাদ, আফিম, কামান, গোয়েন্দা, কবুতর, দোয়াত, নালিশ, পেয়াজ, পোলাও, সওদাগর, নজরানা, ফরমান, পেরেশান, কারখানা, খোদা, তোশামদ, সফেদ, খতরনাক, ফৌজদারি, মজুর ইত্যাদি।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
খেয়াল করে দেখুনঃ
কানুন আরবি শব্দ।
তবে, কানুনগো (জমি জরিপকারী বা জমির হিসাবরক্ষক সরকারি কর্মচারী।) শব্দটি {( আরবি) কানূন + (ফারসি) গো} সহযোগে গঠিত
সুত্রঃ বাংলা একাডেমী অভিধান