ব্যাখ্যা: মানুষের ৬ মাস বয়স থেকে দাঁত উঠা শুরু করে এসময় বাচ্চা বুকের দুধ খেয়ে থাকে বলে দাঁত গুলোকে দুধ দাঁত বলা হয়ে থাকে।দুধ দাঁতের সংখ্যা ২০ টি। ১১ - ১২ বছর বয়সে সব দুধদাঁত পড়ে স্হায়ী দাঁত চলে আসে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।