সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: ‘রৌদ্র করোটিতে’ (১৯৬৩) কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। এর জন্য তিনি আদমজী পুরস্কারে ভূষিত হন।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আদিগন্ত নগ্ন পদধ্বনি, এক ধরনের অহংকার, শূন্যতার শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রতিদিন ঘরহীন ঘরে, ইকারুসের আকাশ।
Source: LiveMCQ Lecture