নিচের অপশন গুলা দেখুন
- রায়নন্দিনী
- মহাশ্মশান
- রত্নবতী
- বিষাদসিন্ধু
মীর মশাররফ হোসেন একজন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা। তাঁর ছদ্মনাম \'গাজী মিয়া\'।
- তিনি \'বিষাদসিন্ধু\' নামক ঐতিহাসিক উপন্যাস রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস৷
- তাঁর রচিত প্রথম গ্রন্থ \'রত্নবতী\'। এটি বাঙালি মুসলমান রচিত প্রথম উপন্যাস।
এছাড়া,
- উদাসীন পথিকের মনের কথা,
- তহমিনা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।